কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণ, ১৯ জন নিহত: পুলিশ

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণ, ১৯ জন নিহত: পুলিশ

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আজ শুক্রবার কাবুলের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে শহরের পশ্চিমে দাশতে বারচি এলাকায় 'কাজ' শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পরীক্ষায় বসেছিলেন।

ওই এলাকায় বসবাসকারীদের অনেকেই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের। এর আগেও তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 

তবে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর জানিয়েছেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছিলেন। এ ছাড়া তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ''বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা 'শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিকতার অভাবকে' প্রমাণ করে।

তালেবান সরকার গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তবে, তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) হামলা অব্যাহত রেখেছে।

Comments