লেবানন সীমান্তে ২ বার ইসরায়েলি সেনাদের ‘অনুপ্রবেশ’ ঠেকাল হিজবুল্লাহ

রামিয়া গ্রামে স্থল অভিযানের আগে বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি: এক্স থেকে সংগৃহীত
রামিয়া গ্রামে স্থল অভিযানের আগে বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি: এক্স থেকে সংগৃহীত

লেবাননের সীমান্ত এলাকার একটি গ্রামে দুই বার ঢুকে পড়ার চেষ্টা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। তবে উভয় প্রচেষ্টাই সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

চলমান স্থল অভিযানের অংশ হিসেবে, রামিয়াহ গ্রামে আজ রোববার অতর্কিতে ঢুকে পড়ার চেষ্টা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা।

ইসরায়েলি সেনাদের আগাতে দেখে আগে থেকেই পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় হিজবুল্লাহ। এরপর 'তাদের বিরুদ্ধে লড়াই' শুরু করে লেবাননের সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এতে পিছু হটে ইসরায়েল। পরে আবারও ঢোকার চেষ্টা চালালেও তাদেরকে ফিরিয়ে দেয় হিজবুল্লাহ। 

লেবাননের গ্রাম রামিয়ার কাছে দুই পক্ষের 'যুদ্ধ' এক ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে হিজবুল্লাহ। 

পরবর্তীতে সীমান্তের ওপারে ইসরায়েলি অংশেও পাল্টা হামলা চালানোর দাবি জানিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর পতাকা। ফাইল ছবি: সংগৃহীত
হিজবুল্লাহর পতাকা। ফাইল ছবি: সংগৃহীত

অপরদিকে, গতকাল শনিবার লেবাননের তিন গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বৈরুতের উত্তরে শিয়া অধ্যুষিত মায়েসরা গ্রামে হামলায় নয় জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, রাজধানীর দক্ষিণে শৌফ জেলার বারজা এলাকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

পাশাপাশি লেবাননের উত্তর উপকূলের শহর বাতরৌন থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত দেইর বিল্লা এলাকায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

New Tk 100 banknote to be released next week

The new note will be similar in size to existing one

31m ago