নেতানিয়াহুর আস্থা হারিয়ে বরখাস্ত হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
'আস্থা সংকটের' কারণ দেখিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল মঙ্গলবার ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
রয়টার্স বলছে, ইয়োভ গ্যালান্টের জায়গায় গাজা ও লেবাননে যুদ্ধে ইসরায়েলের নেতৃত্ব দিতে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ক্যাটজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। তাই নেতানিয়াহুর সমালোচকরা এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে উল্লেখন করেছেন।
দেশটির পুলিশ জানিয়েছে, ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর বিক্ষোভকারীরা ইসরায়েলের মহাসড়ক অবরোধ করেন এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেন।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইয়োভ গ্যালান্ট এমন বিবৃতি দিয়েছেন যা 'সরকার ও মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরোধী'।
জবাবে গ্যালান্ট বলেন, 'ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা সবসময় আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।'
প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ইসরায়েল ক্যাটজ গাজা থেকে ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনতে এবং হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Comments