বিদায়ের আগে ইউক্রেন যুদ্ধ আরও জটিল করলেন বাইডেন

জেলেনস্কিকে ওভাল অফিসে স্বাগত জানাচ্ছেন বাইডেন। ফাইল ছবি: রয়টার্স (সেপ্টেম্বর, ২০২৩)
জেলেনস্কিকে ওভাল অফিসে স্বাগত জানাচ্ছেন বাইডেন। ফাইল ছবি: রয়টার্স (সেপ্টেম্বর, ২০২৩)

প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল রোববার সিএনএন, নিউইয়র্ক টাইমসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কিয়েভকে ১৯০ মাইল দূরে আক্রমণ করতে সক্ষম যুক্তরাষ্ট্রে নির্মিত এটিএসিএমএস রকেট ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন।

ধারণা করা হচ্ছে, এই যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার সেনা নিয়োগ দেওয়ার উদ্যোগের জবাবে এই পদক্ষেপ নিয়েছে পেন্টাগন। 

আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলোর একটি ছিল 'যত দ্রুত সম্ভব' ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। ইতোমধ্যে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গেই টেলিফোনে কথা বলেছেন তিনি।

২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স
২০১৯ সালের জি২০ সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প-পুতিন। ফাইল ছবি: রয়টার্স

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মন্তব্য করেছেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এ যুদ্ধ দ্রুততম সময়ে শেষ হবে।

কিন্তু হোয়াইট হাউসে আর মাত্র দুই মাস সময় বাকি থাকতে বাইডেনের এমন সিদ্ধান্ত যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আজ রুশ আইনপ্রণেতা মারিয়া বুটিনা দাবি করেছেন, 'বাইডেনের এই সিদ্ধান্ত সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।'

বুটিনা রয়টার্সকে বলেন, 'বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে যুদ্ধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।'

মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র । ছবি: নির্মাতার ওয়েবসাইট থেকে
মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র । ছবি: নির্মাতার ওয়েবসাইট থেকে

এই সিদ্ধান্ত নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে জেলেনস্কি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি পাওয়ার কথা ঘোষণা করেছেন।

গতকাল রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, 'আজ অনেক গণমাধ্যমই বলছে আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুমতি পেয়েছি। এসব ব্যাপারে ঘোষণা দিতে হয় না। রকেট নিজেই কথা বলবে।'

 

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

8h ago