৮ বছরের আইনি লড়াই শেষে ‘ব্র্যাঞ্জেলিনা’র বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত

‘ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ফাইল ছবি: এএফপি
‘ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ফাইল ছবি: এএফপি

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

আজ মঙ্গলবার অ্যাঞ্জেলিনার আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ব্র্যাড পিটের আইনজীবী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

২০১৪ সালে অ্যাঞ্জেলিনা-ব্র্যাড বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ছয় সন্তান রয়েছে।

‘ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ফাইল ছবি: এএফপি
‘ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ফাইল ছবি: এএফপি

২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা।

এই ঘোষণার পর শিশুরা কার জিম্মায় থাকবেন, সে বিষয়টি নিয়ে এক দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ে অবতীর্ণ হন এই দুই তারকা।

২০২১ সালে এক বিচারক বাবা-মা উভয়কেই শিশুদের যৌথ জিম্মাদারের ঘোষণা দেয়।

ভক্তদের কাছে 'ব্র্যাঞ্জেলিনা' নামে পরিচিত এই দম্পতি ২০০৫ সালে একে অপরের সঙ্গে পরিচিত হন। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে তাদের পরিচয় ও পরবর্তীতে প্রণয় হয়।

এটা ছিল ব্র্যাডের দ্বিতীয় বিয়ে। এর আগে ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন তিনি। অ্যাঞ্জেলিনা এর আগে বিলি বব থর্নটন ও জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।

‘ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ফাইল ছবি: এএফপি
‘ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ফাইল ছবি: এএফপি

অ্যাঞ্জেলিনার দর্শকনন্দিত সিনেমার মধ্যে আছে লারা ক্রফট: টুম্ব রেইডার, চেঞ্জলিং ও গার্ল, ইন্টারাপটেড। ব্র্যাড পিটের বিখ্যাত সিনেমার মধ্যে আছে ফাইট ক্লাব, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড ও টুয়েলভ মাংকিস।

Comments

The Daily Star  | English
political parties support election drive

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

14h ago