ইরানে সুপ্রিম কোর্টের সামনে গুলিতে দুই বিচারপতি নিহত

ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম কোর্ট ভবনের সামনে আততায়ীর গুলিতে দুই বিচারপতি নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, আজ শনিবার রাজধানী তেহরানের সুপ্রিম কোর্ট ভবনের বাইরে গুলিবর্ষণের শিকার হন তিন বিচারপতি।

বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজানে বলা হয়, 'সুপ্রিম কোর্টের তিন বিচারপতিতে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।' 

ওয়েবসাইটে দাবি করা হয়, আক্রমণের পর হামলাকারী আত্মহত্যা করেছে।

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

9h ago