ট্রাম্প বিভ্রান্তিকর তথ্যের জগতে বাস করছেন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

তার মতে, রাশিয়ার তৈরি করা বিভ্রান্তিকর তথ্যের জগতে বাস করছেন ট্রাম্প।

আজ বুধবার সিএনএন ও গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল চলমান যুদ্ধের জন্য কিয়েভকে দায়ী করার পাশাপাশি জেলেনস্কির জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেন ট্রাম্প। বলেন, মাত্র চার শতাংশ ইউক্রেনীয় তাকে সমর্থন দিচ্ছে।

এর জবাবে আজ কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'জনপ্রিয়তা নিয়ে আমি কখনো মন্তব্য করি না, বিশেষ করে নিজেরটা নিয়ে। কিন্তু সর্বশেষ জরিপেই দেখা গেছে, ৫৮ শতাংশ ইউক্রেনীয়র আস্থা আছে আমার ওপর।'

'সুতরাং, আমাকে সরানোর চেষ্টা করলে তা কাজ করবে না,' যোগ করেন তিনি।

ট্রাম্পের দাবিগুলোকে মস্কোর প্রচারণা বলেও মন্তব্য করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।  

তিনি বলেন, 'রাশিয়া থেকে প্রচুর বিভ্রান্তিকর তথ্য আসছে। দুর্ভাগ্যজনকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প–জাতি হিসেবে যুক্তরাষ্ট্র এবং নেতা হিসেবে তাকে আমি যথেষ্ট সম্মান করি—কিন্তু তিনি এই বিভ্রান্তিকর তথ্যের জগতে বাস করছেন।'

সাংবাদিকদের উদ্দেশ্যে জেলেনস্কি আবার জোর দিয়ে বলেন, 'ইউক্রেনকে বাদ দিয়ে এই যুদ্ধের কোনো সমাধান সম্ভব না।'

মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে বৈঠক হয়, যেখানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।

এই বৈঠকে ইউক্রেন শান্তি আলোচনার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় দুই দেশ। নিজেদের মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের ঘোষণাও দেয়। এই বৈঠকে যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর ওয়াশিংটনের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, 'যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন। পুতিনকে এই বিচ্ছিন্নতা থেকে মুক্তি দিচ্ছে তারা।'

আগামী ২০ ফেব্রুয়ারি তৃতীয় বর্ষে পা দিতে যাচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে। এই তিন বছর ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিনিময়ে সম্প্রতি দেশটির কাছ থেকে তেল-গ্যাসের মতো ৫০০ বিলিয়ন ডলারের সমমূল্যের বিরল খনিজ দাবি করেছেন ট্রাম্প।

এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, 'আমি ইউক্রেনকে বেঁচে দিতে পারি না।'

যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে গুরুত্বসহকারে কোনো প্রস্তাব পাঠালে তিনি চুক্তি করতে রাজি হবেন বলেও জানান জেলেনস্কি।

Comments

The Daily Star  | English

Cyber Security Ordinance to be announced this week: law adviser

Nine sections have been scrapped from the Cyber Security Act 2023, he says

26m ago