চীন ছাড়া বাকি সব দেশের জন্য ৯০ দিন ট্রাম্প-শুল্ক স্থগিতের ঘোষণা

শুল্ক ঘোষণার সময় এই নথি উঁচিয়ে ধরেন ট্রাম্প। ছবি: রয়টার্স
শুল্ক ঘোষণার সময় এই নথি উঁচিয়ে ধরেন ট্রাম্প। ছবি: রয়টার্স

চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাণিজ্য নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন আলোচনার কথা উল্লেখ করে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও সরে আসার ব্যাখ্যা দিয়েছেন।

বুধবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, এটি চীনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চীনের পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিনিয়োগকারীদের জনসমালোচনার চাপের পর ট্রাম্পের এই ঘোষণা এলো। এর মধ্যে জেপি মরগানের জেমি ডিমনও রয়েছেন, যিনি বুধবার বলেছিলেন যে একটি মন্দা আসন্ন।

রয়টার্সের হোয়াইট হাউস রিপোর্টাররা জানিয়েছেন, তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন। ইতোমধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন, তথাকথিত পারস্পরিক শুল্কের ওপর ৯০ দিনের বিরতি।

রয়টার্স আরও জানিয়েছে, ওই ৯০ দিনের মধ্যে সামগ্রিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

 

এই সিদ্ধান্তের পর ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

23m ago