যুক্তরাষ্ট্রের শুল্ক ‘ব্ল্যাকমেইলে’ নতি স্বীকার করবে না চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে চীন বলছে, তারা যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তকে 'ব্ল্যাকমেইল' অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, তারা যুক্তরাষ্ট্রের শুল্কের কাছে নতি স্বীকার করবে না।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। এর জবাবে বেইজিংয় পাল্টা শুল্ক আরোপের কথা জানায়। বেইজিংয়ের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বুধবার ট্রাম্প বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি থেকে মার্কিন আমদানির ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে মন্তব্য করেন। এরপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের মন্তব্যকে এভাবে নিন্দা জানাল চীন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, 'চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি ভুলের ওপরে আরেকটি ভুল। এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিং স্বভাবকে উন্মোচিত করে।'
'যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্তে অটুট থাকা, তাহলে চীন শেষ পর্যন্ত লড়াই করবে,' বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিল। কারণ ট্রাম্পের সিদ্ধান্তে অনেকগুলো দেশ বাণিজ্যিকভাবে অনিশ্চয়তার মুখে আছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ট্রাম্প শুল্ক কার্যকর হলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যেতে পারে।
Comments