নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইসরায়েলি সেটলারদের প্রার্থনা

অধীকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ। ফাইল ছবি: রয়টার্স
অধীকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ। ফাইল ছবি: রয়টার্স

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী (সেটলার) জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

সূত্ররা জানিয়েছেন, ইহুদি সেটলাররা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সুরক্ষা দেন।

জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।

ইহুদিদের পাসওভার ছুটির মধ্যে বেশ কয়েকবার আল-আকসার চত্বরে সেটলাররা অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে।

আজ এই ছুটির ষষ্ঠ দিন চলছে।

১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইহুদিদের এই ধর্মীয় উৎসব চলবে। 

 

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago