ইস্টার উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মাঝরাত পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সহিংসতা বন্ধ থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন।

আজ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, 'আজ (মস্কো সময়) সন্ধ্যা ৬টা (জিএমটি বিকেল ৩টা) থেকে রোববার মধ্যরাত (জিএমটি রাত ৯টা) পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলো।' 

খ্রিস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার পালিত হবে আগামীকাল রোববার।

এই উপলক্ষে পুতিন বলেন, 'আমি নির্দেশ দিচ্ছি, এই সময়সীমার মধ্যে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে।' 

তিনি আরও উল্লেখ করেন, 'মানবিক বিবেচনায়' এই যুদ্ধবিরতি দেওয়া হচ্ছে।

'আমরা ধরে নিচ্ছি, ইউক্রেনও আমাদের অনুসরণ করবে। তবে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন, শত্রুর উসকানি বা আক্রমণাত্মক কার্যক্রমের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের সেনাবাহিনীকে,' যোগ করেন পুতিন।

এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে ইস্টার ও ২০২৩ সালের জানুয়ারিতে অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও উভয় পক্ষ একমত না হওয়ায় তা আর বাস্তবায়িত হয়নি।

Comments

The Daily Star  | English

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

10h ago