ইউক্রেনে ৮-১০ মে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর উচ্চপদস্থ সম্পাদকদের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেন পুতিন। ছবি: রয়টার্স
ভ্লাদিমির পুতিন । রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি চলবে আগামী ৮, ৯ ও ১০ মে।

তবে কিয়েভ প্রশ্ন তুলেছে, কূটনীতির পথ প্রশস্ত করতে অন্তত ৩০ দিনের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানে পুতিন কেন রাজি হচ্ছেন না?

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও ভাষণে বলেছেন, কিছু কারণে প্রত্যেককে ৮ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপর প্যারেড চলাকালীন পুতিনের শান্তি নিশ্চিত করতে যুদ্ধবিরতি থাকতে হবে। আমরা মানুষের জীবনকে মূল্য দিই, প্যারেড নয়।

রাশিয়া বলেছে, তারা বিরতি নয়, পূর্ণ নিষ্পত্তি চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রোববার কথা বলার পর পুতিন এ ঘোষণা দিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত থামাতে ভ্লাদিমির পুতিনের ইচ্ছাকে স্বাগত জানালেও খুব স্পষ্ট করে বলেছেন, তিনি স্থায়ী যুদ্ধবিরতি চান এবং এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান আনতে চান।

তিন দিনের যুদ্ধবিরতিতে সব ধরনের সামরিক কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইউক্রেনের এই উদাহরণ অনুসরণ করা উচিত।

ইউক্রেন এই যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়ার সশস্ত্র বাহিনী পর্যাপ্ত ও কার্যকর জবাব দেবে।

Comments

The Daily Star  | English

Arrest of Nusraat Faria 'mockery' of judicial process: NCP

Demands visible progress into the trial of the July killings by next July

1h ago