সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

ইসরায়েলের বিমান বাহিনী শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে। এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এপি জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সরকারপন্থী বন্দুকধারী ও সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মধ্যে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর এ হামলা চালানো হলো।
শুক্রবারের হামলাটি এ সপ্তাহে সিরিয়ায় ইসরায়েলের দ্বিতীয় হামলা এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অঞ্চলে হামলা দেশটির নতুন নেতৃত্বের জন্য একটি কঠোর সতর্কবার্তা বলে ধারণা করা হচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগ হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন।
এর আগে বৃহস্পতিবার সিরিয়ার দ্রুজের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল-হিজরি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে প্রেসিডেন্ট হুসেইন আল-শারার প্রাসাদের এলাকা সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।
তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই হামলা সিরিয়ার নেতাদের প্রতি একটি বার্তা।
তারা বলেন, এটি সিরিয়ার সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা। আমরা দামেস্কের দক্ষিণ দিক থেকে সেনা প্রত্যাহার ও দ্রুজ সম্প্রদায়ের কোনো বিপদ হতে দেব না।
সিরিয়ার সরকারপন্থী গণমাধ্যমগুলো জানিয়েছে, পিপলস প্যালেসের কাছে শহরটির পাশের একটি পাহাড়ে এই হামলা চালানো হয়।
Comments