মারা গেছেন ফেডএক্সের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান ফ্রেড স্মিথ

ফেডএক্সের প্রতিষ্ঠাতা ফ্রেড স্মিথ। ফাইল ছবি: ফেডএক্সের ফেসবুক পেজ থেকে নেওয়া/অ্যানি লেইবোভিৎজ (২০২৩)
ফেডএক্সের প্রতিষ্ঠাতা ফ্রেড স্মিথ। ফাইল ছবি: ফেডএক্সের ফেসবুক পেজ থেকে নেওয়া/অ্যানি লেইবোভিৎজ (২০২৩)

মার্কিন পার্সেল ডেলিভারি প্রতিষ্ঠান ফেডারেল এক্সপ্রেসের (সংক্ষেপে ফেডএক্স) প্রতিষ্ঠাতা ফ্রেডরিক উইলিয়াম স্মিথ ৮০ বছর বয়সে মারা গেছেন।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ফেডএক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ফেডএক্সের বিবৃতিতে মৃত্যুর কারণ জানানো হয়নি। 

তিন বছর মার্কিন সেনাবাহিনীর মেরিন কর্পসের সদস্য ছিলেন ফ্রেড। ১৯৬৯ সালে সম্মানজনক অবসর নেন তিনি।

১৯৭৩ সালে ফেডারেল এক্সপ্রেস প্রতিষ্ঠা করেন ফ্রেড। ২০২২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে যান এই উদ্যোক্তা।

ফেডএক্সের বর্তমান প্রধান রাজ সুবরামানিয়াম প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো আনুষ্ঠানিক বার্তায় বলন, 'ফ্রেড শুধু এই খাতের পথপ্রদর্শক ও আমাদের মহান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাই ছিলেন না, ফেডএক্সের হৃদয় ও আত্মার সঙ্গে মিশে ছিলেন তিনি।'

১৯৪৪ সালে জন্ম নেন ফ্রেড। তিনি ৩৮৯ কর্মী নিয়োগ দিয়ে ফেডএক্সের কার্যক্রম শুরু করেন। শুরুতে ১৪টি ছোট উড়োজাহাজে করে মেমফিস থেকে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে পার্সেল আনা-নেওয়া করার কার্যক্রম চালু হয়।

এই মুহূর্তে বিশ্বজুড়ে পাঁচ লাখেরও বেশি কর্মী ফেডএক্সে চাকরি করেন। প্রতিষ্ঠানটি প্রতিদিন লাখো পার্সেল ডেলিভারি দেয়।

ফেডএক্সের কার্যক্রমে ৭০৫টি উড়োজাহাজ ও আরও দুই লাখ পরিবহন সংযুক্ত রয়েছে।

ইয়েল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভের পর মেরিন কর্পসে যোগ দেন ফ্রেড।

ভিয়েতনাম যুদ্ধে বীরত্ব দেখিয়ে পদক পান ফ্রেড। যুদ্ধে আহত হওয়ার পর ১৯৬৯ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর নেন তিনি।

ইয়েলের শিক্ষার্থী থাকা অবস্থায় ব্যবসার করার নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করেছিলেন ফ্রেড। ওই চিন্তাধারার ওপর ভিত্তি করেই তিনি ফেডএক্স চালু করেন।

Comments

The Daily Star  | English
health sector reform in Bangladesh

Health sector reform: 33 proposals set for implementation

The Health Ministry has selected 33 recommendations from the Health Sector Reform Commission as it seeks to begin implementing the much-needed reform process in the country’s health system.

14h ago