ইসরায়েলি হামলার মধ্যে গাজায় অপুষ্টিতে অন্তত ৬৬ শিশুর মৃত্যু

গাজর ধ্বংসস্তূপের সামনে শিশুরা। ছবি: ইউনিসেফের ওয়েবসাইট থেকে

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ও অবরোধের মধ্যে অপুষ্টির শিকার হয়ে অন্তত ৬৬ শিশুর মৃত্যু হয়েছে।

গাজার সরকারি মিডিয়া দপ্তরের বরাত দিয়ে আজ রোববার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

দুধ, পুষ্টিকর খাবার ও অন্যান্য খাদ্য সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে জানায় দপ্তরটি।

বিবৃতিতে ইসরায়েলের এই বাধাকে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে বলা হয়, বেসামরিক নাগরিকদের নির্মূলে 'অনাহারে' রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।

পাশাপাশি শিশুদের ওপর চলা এই অপরাধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতারও নিন্দা জানানো হয়।

এই মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইসরায়েলের মিত্রদেরও দায়ী করা হয়।

একইসঙ্গে জাতিসংঘকে দ্রুত হস্তক্ষেপ করে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে, ইউনিসেফ সতর্ক করে জানায় যে, গাজায় অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সংস্থাটির তথ্যমতে, গত মে মাসে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অন্তত পাঁচ হাজার ১১৯ শিশুকে তীব্র অপুষ্টির চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ইউনিসেফ আরও জানায়, এপ্রিলে এ সংখ্যা ছিল তিন হাজার ৪৪৪ জন। ফেব্রুয়ারি থেকে মে'র মধ্যে অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ১৫০ শতাংশ বেড়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

11h ago