আগস্ট থেকে ইইউ-মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে কেউ প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি আরও বেশি শুল্ক আরোপ করবেন।

এর আগে ২৭ সদস্যের ইইউ জানায়, তারা ১ আগস্টের আগেই ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে।

চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, ১ আগস্ট থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি ছোট বাণিজ্য অংশীদারের কাছেও একই ধরনের চিঠি পাঠানো হয়েছে।

শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, ইইউর সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্য অনেক বছর ধরে চেষ্টা করছি। অবশেষে আমরা এই উপসংহারে পৌঁছেছি যে, আপনাদের শুল্ক ও শুল্কবিহীন নীতি ও বাণিজ্য বাধা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে।

চিঠিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে আমরা পারস্পরিক সম্পর্ক থেকে অনেক দূরে আছি।

ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোকে লেখা চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আমদানি শুল্ক আরোপ করে, তাহলে তিনি ৩০ শতাংশের বেশি শুল্ক বাড়িয়ে পাল্টা জবাব দেবেন।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago