বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ উচিত হয়নি: পল ক্রুগম্যান

পল ক্রুগম্যান। ছবি: এএফপি

বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি। এটি মার্কিন ক্রেতাদের জীবনযাত্রার খরচ বাড়াবে। তাদের জীবন বিঘ্নিত করবে বলে মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'এমন সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে না।'

তার মতে, জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে অভ্যন্তরীণ উত্পাদন বাড়ানোর কথা বলা হচ্ছে। তবে বন্ধু ও প্রতিবেশী দেশগুলোর কথাও বিবেচনায় রাখতে হবে। কাছাকাছি দেশ থেকে পণ্য নিলে সরবরাহ ব্যবস্থা সহজ ও নিরাপদ থাকবে।

'এমনটি করতে চাইলে ভিয়েতনাম ও বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করতাম না। কানাডা ও মেক্সিকোর ওপর কোনোভাবেই শুল্ক চাপাতাম না,' বলেও মন্তব্য করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

9h ago