আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহতের আশঙ্কা

প্রতীকী ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প জালালাবাদ এলাকায় আঘাত হানে।

এর আগে স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছিল, ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশে ২০ জনের বেশি মারা গেছেন এবং ১১৫ জনের বেশি আহত হয়েছেন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে আফগানিস্তানের পশ্চিম হেরাত প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল তালেবান প্রশাসন।

Comments

The Daily Star  | English

500 killed as 6.0 magnitude earthquake hits Afghanistan

Taliban-led health authorities in Kabul, however, said they were still confirming the official toll figure as they worked to reach remote areas.

5h ago