ভাইয়েরা বাবা-মায়ের সম্পত্তি বোনদের না দিলে কী আইনি ব্যবস্থা নেবেন

উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে বিবাদ পরিবার ও সমাজে বিদ্যমান সমস্যার একটি। বোনদের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগও কম নয়। ভাই যদি বোনকে সম্পত্তি দিতে না চান সেক্ষেত্রে বোনের করণীয় কী এবং এ সংক্রান্ত আইনি সহায়তা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান।
প্রথমে জেনে নিন, মুসলিম আইনে বাবা-মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কতটা এবং একাধিক ছেলে-মেয়ে থাকলে সেই সম্পত্তি কীভাবে ভাগ হবে।
বাবা-মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কতটা ও বণ্টন
আইনজীবী ইশরাত হাসান বলেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী (ফরায়েজ অনুযায়ী), বাবা বা মায়ের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া সম্পত্তি সন্তানদের মধ্যে শরীয়াহ অনুযায়ী বণ্টিত হয়। এখানে ছেলের অংশ হয় মেয়ের দ্বিগুণ। অর্থাৎ, যদি এক ছেলে ও এক মেয়ে থাকে, সম্পত্তি তিন ভাগে ভাগ হবে। ছেলে পাবেন দুই ভাগ, মেয়ে পাবেন এক ভাগ। একাধিক সন্তান থাকলে প্রতি ছেলের জন্য দুই অংশ ও প্রতি মেয়ের জন্য এক অংশ করে বিবেচনায় সম্পত্তি ভাগ হয়।
ভাই কি চাইলে বোনকে তার বাবা-মায়ের সম্পত্তি থেকে বাদ দিতে পারেন?
না, ভাই চাইলেই বোনকে সম্পত্তি থেকে বাদ দিতে পারেন না। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, উত্তরাধিকার সম্পত্তি কোনো ব্যক্তির ইচ্ছার ভিত্তিতে বণ্টিত হয় না। বরং এটি শরীয়ত নির্ধারিত নিয়মে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। ভাই যদি জোরপূর্বক বোনকে তার অংশ না দেন, তাহলে সেটি ধর্মীয়ভাবে ও আইনের চোখে সম্পূর্ণ অবৈধ। এমন আচরণ ইসলাম ও বাংলাদেশের আইন অনুযায়ী উত্তরাধিকার অধিকার লঙ্ঘনের শামিল।
ভাই যদি বোনকে সম্পত্তি দিতে না চান তাহলে বোনের করণীয় কী?
আইনজীবী ইশরাত হাসান বলেন, বোন সম্পত্তি থেকে বঞ্চিত হলে অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন।
এক্ষেত্রে তার করণীয়
১. লিগ্যাল নোটিশ পাঠানো: প্রথমে ভাইকে আইনি নোটিশ দিয়ে তার প্রাপ্য অংশ দাবি করা উচিত।
২. সিভিল কোর্টে 'ভাগ-বণ্টনের মামলা' করা: ভাই ভাগ না দিলে, সংশ্লিষ্ট জেলায় সিভিল আদালতে সম্পত্তির হিস্যা নির্ধারণ চেয়ে বাটোয়ারা মামলা দায়ের করা।
৩. ইনজাংশন নেওয়া: মামলা চলাকালে ভাই যেনো বোনের অংশ বিক্রি বা হস্তান্তর না করতে পারেন, সেজন্য কোর্ট থেকে নিষেধাজ্ঞা আদেশ (injunction) নিতে হবে।
৪. জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা: যদি ভাই জাল দলিল করে বা প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করেন, তবে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪২০, ৪৬৮, ৪৭১ ধারায় ফৌজদারি মামলা দায়ের করতে হবে।
৫. ভূমি রেকর্ড সংশোধনের আবেদন: ভুল বা প্রতারণামূলকভাবে করা খতিয়ান, নামজারি, রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে (AC Land) আবেদন করা যায়। সেখানে সমাধান না হলে ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে মোকদ্দমা দায়ের করতে হবে।
বিনামূল্যে আইনি সহায়তা: আর্থিক অস্বচ্ছল নারী জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে আইনজীবী, মামলা পরিচালনা ও কোর্ট ফিস ছাড় সংক্রান্ত সহায়তা পেতে পারেন।
ভাই যদি বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে জাল দলিল তৈরি করেন, তাহলে কী করা যায়?
আইনজীবী ইশরাত হাসান বলেন, যদি ভাই জাল কাগজপত্র তৈরি করে সম্পত্তি নিজের নামে করে নেন বা বোনের নামে কোনো মাফনামা বা দাননামা জালিয়াতির মাধ্যমে তৈরি করেন, তাহলে বোন ফৌজদারি মামলা করতে পারেন। এ ধরনের প্রতারণার জন্য ফৌজদারি আইন অনুযায়ী (দণ্ডবিধি, ১৮৬০) প্রতারণা, জাল দলিল তৈরি ও জাল দলিল ব্যবহার এর অপরাধের বিচার চেয়ে মামলা দায়ের করা যায়। পাশাপাশি বোন চাইলে ভূমি অফিসে রেকর্ড সংশোধনের আবেদন করতে পারেন এবং সিভিল কোর্টে রেকর্ড বাতিল চেয়ে পৃথক মামলা দায়ের করতেও পারেন।
বোন যদি অনেক দিন বিদেশে থাকেন এবং ফিরে এসে সম্পত্তির দাবি করেন, তাহলে কি তিনি অধিকার হারান?
বিদেশে অবস্থান বা দীর্ঘদিন সম্পত্তির দাবি না করা কোনো নারীকে তার উত্তরাধিকার অধিকার থেকে বঞ্চিত করে না। যত দিন না তিনি স্বেচ্ছায় সম্পত্তির অধিকার ছেড়ে দেন ততদিন পর্যন্ত তিনি তার অংশ দাবি করতে পারবেন।
তবে দীর্ঘ সময় পর সম্পত্তি দাবি করলে দলিল ও রেকর্ডপত্র সংগ্রহ করে যথাযথ প্রমাণসহ আদালতে মামলা করা উচিত, যাতে প্রতিপক্ষের পক্ষে 'সময়সীমা' বা 'হস্তান্তরের অনুমান' তুলে ধরার সুযোগ না থাকে। প্রয়োজনে Limitation Act অনুযায়ী মামলা দায়েরের সময় গণনার বিষয়ে আইনি যুক্তিও তুলে ধরা যেতে পারে।
বিয়ের সময় প্রাপ্য উপহার কি সম্পত্তি থেকে বাদ যাবে?
বিয়ের সময় গয়না, আসবাব বা নগদ অর্থ পেলেও তা উত্তরাধিকার সম্পত্তির বিকল্প নয়। বিয়ের সময় যা দেওয়া হয় তা হচ্ছে উপহার। এটি সম্পূর্ণ আলাদা বিষয়। বাবা-মার মৃত্যুর পর তারা যে সম্পত্তি রেখে যান, তা শরীয়াহ মোতাবেক ছেলে-মেয়ে সবার মধ্যে নির্দিষ্ট হারে বণ্টন করতে হবে।
বোন যদি ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে না চান তবে কি বিকল্প কোনো সমাধান আছে?
আইনজীবী ইশরাত হাসান বলেন, সম্পত্তির জন্য বোন যদি ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে না চান সেক্ষেত্রে মামলা না করেও বিকল্পভাবে সমাধানের পথ আছে। বোন চাইলে প্রথমে পারিবারিক আলোচনা করতে পারেন। এছাড়াও জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প বিরোধ নিষ্পত্তি (lternative Dispute Resolution - ADR) পদ্ধতি ব্যবহার করে উভয় পক্ষ মিলেমিশে লিখিত চুক্তির মাধ্যমে সম্পত্তির সুষ্ঠু বণ্টন করতে পারেন।
Comments