নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আবুল মনসুর আহমদ নিয়ে আলোচনা

সমাপনী বক্তব্য রাখেন এনএসইউর অধ্যাপক মোঃ রিজওয়ানুল ইসলাম।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের আয়োজনে 'আবুল মনসুর আহমদ: বাংলাদেশের সাংবিধানিক আকাঙ্ক্ষার জন্ম ও বিবর্তন" শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক যাত্রায় আবুল মনসুর আহমদের প্রভাবের ওপর আলোকপাত করা হয়।

আলোচনায় মূল প্রবন্ধ পড়েন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফ খান। আলোচক হিসেবে ছিলেন গবেষক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন, এনএসইউর সিনিয়র প্রভাষক মোঃ লোকমান হুসাইন ও কবি ইমরান মাহফুজ এবং সমাপনী বক্তব্য রাখেন এনএসইউর অধ্যাপক মোঃ রিজওয়ানুল ইসলাম। 

আরিফ খান বলেন, আবুল মনসুর আহমদের মতো ব্যক্তিদের বুদ্ধিবৃত্তিক অবদানের কারণে বাংলাদেশের সংবিধান প্রণয়নের পেছনে সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে। ইমরান মাহফুজ বলেন, বাংলাদেশের বুদ্ধিজীবীরা আবুল মনসুর আহমদদের পথে চলতে ব্যর্থ হয়েছে কারণ তারা জনগণকে প্রকৃত গণতান্ত্রিক চেতনা বোঝাতে ব্যর্থ। বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্রের উপর আবুল মনসুর আহমদের প্রভাব সম্পর্কে কথা বলার সময় কাজল রশীদ শাহীন উল্লেখ করেছেন যে সমস্ত শক্তি থাকা সত্ত্বেও, বাংলাদেশের সংবিধান ফ্যাসিবাদ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। মোঃ লোকমান হুসাইন বলেন, যে কিভাবে আবুল মনসুর আহমেদ ১৯৭২ সালের সংবিধানের সবচেয়ে সোচ্চার সমালোচক ছিলেন এবং একটি গণতান্ত্রিক সংবিধানের পক্ষে ধারাবাহিকভাবে যুক্তি দিয়েছিলেন- সে বিষয় তুলে ধরেন।

অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, একজন পাঠক আবুল মনসুর আহমদের ক্লাসিক স্যাটায়ার পড়ে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বুঝতে পারেন। আলোচকরা আবুল মনসুর আহমেদের রচনা পড়ার আহ্বান জানান। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা সংবিধানের বিভিন্ন ধারা ও নীতির সমালোচনা করে সংস্কারের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

Comments

The Daily Star  | English

EU lists Bangladesh among 7 'safe' countries, tightening asylum rules

The move, criticised by rights groups, is set to allow EU governments to process asylum applications filed from citizens of those countries more quickly

10h ago