আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে 'আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫'র আয়োজন করা হয়েছে।

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়ে আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে। 

বাংলাদেশের কালচার নিয়ে রিভিউ প্রতিযোগীকে লিখতে হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা সমমূল্যের বই।

প্রতিযোগীকে অবশ্যই ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। আগের প্রতিযোগিতার কোনো বিজয়ী এতে অংশ নিতে পারবেন না।  
একজন প্রতিযোগী তার নূন্যতম ১২০০ থেকে ১৫০০ শব্দের অপ্রকাশিত রিভিউটি #AbulMansurAhmad ফেসবুক পেজে পোস্ট করার পাশাপাশি নিজের টাইমলাইনে পোস্ট করে হ্যাশট্যাগ দেবেন #আবুলমনসুরআহমদ #বুকরিভিউপ্রতিযোগিতা২০২৫।

এ ছাড়া, লেখা সুতন্নিএমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ইমেলে ([email protected]) বা ইমরান মাহফুজ, সমন্বয়ক, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভেনিউ, ঢাকা—ঠিকানায় পাঠাতে পারবেন।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

26m ago