কবিতায় রূপসী বাংলার কবিকে স্মরণ

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’ শীর্ষক এক আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জীবনানন্দের কবিতা আবৃত্তি করছেন একজন শিল্পী। ছবি: স্টার

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'অপার জীবনানন্দ' শীর্ষক এক আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জীবনানন্দের বহুল পঠিত ও তুলনামূলকভাবে কম পরিচিত মোট ২৩টি কবিতা আবৃত্তি করা হয়।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে 'জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার' ও ঢাকাস্থ সংগঠন 'জীবনানন্দ আলয়' যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'জীবনানন্দ আলয়'র সমন্বয়কারী আমীন আল রশীদ। বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দিন, আবৃত্তিকার ইমানুল হাকিম, প্রমুখ।

Comments