বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ৩০

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৩ জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।
শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ইঞ্জিনিয়ারিং কলেজকে 'বিআইটি' মডেলে স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুব বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে আমরা সড়ক অবরোধ করি। অতর্কিতে পুলিশের একটি দল আমাদের লাঠিচার্জ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়।'
শিক্ষার্থীরা জানায়, দুপুর ২টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি হয়। একপর্যায়ে, আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে।
পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বাইরে সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান নেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। তারা একটি মালবাহী ট্রাক ভাঙচুর করতে গেলে পুলিশ ও সেনাবাহিনী বাধা দেয়। এ সময় তারা ইট-পাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।'
Comments