প্রতিক্রিয়া

রণজিৎ গুহর মতো সৃজনশীল গবেষক আমাদের সময়ে আর নেই: দীপেশ চক্রবর্তী

'রণজিৎ গুহ এমন একজন ইতিহাসবিদ যিনি আমাদের কালে ছিলেন, তা আমাদের জন্য সৌভাগ্য,'—অগ্রজের প্রতি শ্রদ্ধায় কথাগুলো বলছিলেন ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী।

আজ অস্ট্রিয়ার ভিয়েনায় মারা যান প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ও নিম্নবর্গের ইতিহাস রচনার পথিকৃত রণজিৎ গুহ। বেঁচে থাকলে আগামী ২৩ মে শতবছর পূর্ণ করতেন প্রখ্যাত এই ইতিহাসবিদ। যার অপেক্ষায় ছিলেন তার ঘনিষ্ঠ সুহৃদ ও প্রিয় ছাত্ররা।

রণজিৎ গুহ দেশ ছাড়ার পরে ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। গুরুত্বপূর্ণ গবেষণা করেন ব্রিটিশ ভারতের কৃষক বিদ্রোহ ও নিম্নবর্গের ইতিহাস (সাবঅল্টার্ন) নিয়ে। তার গবেষণার পাটাতনে যুক্ত হন অনুজ গবেষকরাও। ঘনিষ্ঠ সুহৃদ ও প্রিয় শিক্ষার্থীদের মধ্যে আছেন গায়ত্রী স্পিভাক চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র ও দীপেশ চক্রবর্তী। তারা সবাই নিম্নবর্গের ইতিহাস (সাবঅল্টার্ন) চর্চায় অসামান্য ভূমিকা রাখছেন।

অগ্রজ রণজিৎ গুহের মৃতুত্যে শোকাহত ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী কথা বলেন দ্য ডেইলি স্টারের সঙ্গে। তিনি বলেন, 'রণজিৎ গুহর মতো সৃজনশীল গবেষক আমাদের সময়ে আর নেই। এমন একজন ইতিহাসবিদ আমাদের কালে ছিলেন, তা আমাদের জন্য সৌভাগ্য। বিশেষ করে সাবঅলটার্ন গোষ্ঠীতে সকলের বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনিই ছিলেন মনের দিক থেকে সবচেয়ে তরুণ।' 

তিনি আরও বলেন, 'ইতিহাস চিন্তা ও রচনার ক্ষেত্রে রণজিৎ গুহ আমাদের মনে এক দশকেরও বেশি সময় যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছিলেন তার স্বাদ আমরা তার আগেও পাইনি, পরেও না এবং আগামীতেও হয়তো পাব না।'

আপনি কি তার ছাত্র ছিলেন-- এমন প্রশ্নের জবাবে দীপেশ চক্রবর্তী বলেন, 'প্রাতিষ্ঠানিকভাবে আমি রণজিৎদার ছাত্র ছিলাম না, কিন্তু তাকে ঘিরে ও তার ভাবনাচিন্তাকে অবলম্বন করে 'নিম্নবর্গের ইতিহাস' সাধনার যে গোষ্ঠীটি গড়ে উঠেছিল, বলা যায় সেখানে তার ছাত্র ছিলাম।'

উল্লেখ্য নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন এক লেখায় লিখেছিলেন, 'বিশ শতকের সবচেয়ে সৃজনশীল ভারতীয় ঐতিহাসিক রণজিৎ গুহ।'

 

Comments

The Daily Star  | English

Cumilla rape: Main accused among two more arrested

Three others were arrested in the same case early today

1h ago