বইমেলা

‘আমাদের অধিকাংশ প্রকাশক অপেশাদার ও বুদ্ধিহীন’

বাংলা একাডেমীর আয়োজনে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই। এবারের মেলায় জ্ঞানকোষ থেকে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক আশীফ এন্তাজ রবির 'ট্রেন টু ঢাকা'। গণঅভ্যুত্থান, নিজের লেখালেখি ও বইমেলা নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

আপনার যে কোনো লেখায় গাল্পিকভাব থাকে৷ পাঠক এটাকে কীভাবে উপভোগ করেন বা কেমন প্রতিক্রিয়া জানান?

ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, পাঠক নিজেকে উপন্যাসের চরিত্র হিসেবে দেখে, ঘটনার ভেতর সে নিজেই ঢুকে যায়। পরবর্তীতে এদের কেউ কেউ আমার জীবন অতিষ্ঠ করে দেয়। তারা বলে, 'আচ্ছা রবি ভাই, ওই মুনা মেয়েটার কী হলো? ও কি ফরিদকে বিয়ে করেছে? আমি তো জানি, মুনার নাম দিয়ে আপনি আমার গল্প বলেছেন। আপনি একটা গল্পচোর। আমাদের জীবন চুরি করে গল্প বানান, আপনি এত খারাপ কেন?' এ ধরনের অনেক কথা আসে।

কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনার বই আছে৷ বিষয় নির্বাচন ও কতদিনের প্রস্তুতি ছিল

খুব বেশি দিনের প্রস্তুতি ছিল না। লেখার সময় মাথায় রাখি—আমি পিএইচডির কপি লিখছি না গল্প লিখছি। নজরুলের ক্ষেত্রে যেটা ঘটেছে, আমি নিজে তার গল্প পড়েছি, আবার সঙ্গে সঙ্গে সেটাকে পুনর্নির্মাণ করছি। পাঠক যেমন জানে না পরের চ্যাপ্টারে কী আছে, আমি লেখক নিজেও তেমন জানি না। কাজেই দুই দিক থেকে জার্নিটা মজার ছিল।

ফেসবুকে সরব, নানাবিধ বিষয় লেখেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময় কতটা আশাবাদী করে?

হতাশাবাদী আমি হতে চাই না, যদিও হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি শেষমেশ ওই লোকটার ওপর বিশ্বাস রাখতে চাই, যার ছেলে মারা গেছে এই আন্দোলনে। কিন্তু সেই হতভাগ্য বাবা আমাকে বলেছেন, 'আমার আরেকটা ছেলে আছে। দেশ বে-লাইনে গেলে তাকেও মিছিলে পাঠাব।'

মাসব্যাপী বইমেলা, মেলায় প্রবেশে টিকিট দরকার আছে—এমন কথাও বলছেন কেউ কেউ

বইমেলা সিম্পলি দারুণ। তবে কোনো টিকিটের দরকার নেই। মানুষ অন্তত বিনামূল্যে স্টল থেকে স্টলে ঘুরুক, এখন যেভাবে ঘোরে। এই স্বাধীনতা আরও অবাধ হোক।

আমাদের প্রকাশনা, বই, বইমেলা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আপনার মূল্যায়ন কী?

খোলামেলা বলি—আমাদের অধিকাংশ প্রকাশক অপেশাদার ও বুদ্ধিহীন। তারা না জানে সম্পাদনা, না বোঝে ছাপার কারিগরি। এমনকি বিপণন ব্যবস্থা নিয়েও তাদের কোনো জ্ঞান নেই। এদের সীমাহীন মূর্খতা দেখে আমি মুগ্ধ।

একজন পাঠক থেকে লেখক হয়ে উঠতে কতটা প্রস্তুতি নিয়ে বই করতে হবে, আপনার পরামর্শ কী?

কোনো প্রস্তুতি নেওয়ার পরামর্শদাতা হতে চাই না। যার যা খুশি করুক, লিখুক। একটা লাইনও যদি ভালো হয়, তাহলেই আমি খুশি।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

58m ago