বেইজিংয়ের হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৯

এ দুর্ঘটনায় ৩৯ জন্য আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৩ জনের অবস্থা আশংকাজনক বলে কর্মকর্তারা জানান। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্ধারকর্মী ও মেডিকেল কর্মীরা সমন্বিত হয়ে কাজ করছেন।
অগ্নিকাণ্ডে চ্যাংফেং হাসপাতাল ভবনের বেশ কিছু কক্ষের ক্ষতি হয়েছে। ছবি: রয়টার্স
অগ্নিকাণ্ডে চ্যাংফেং হাসপাতাল ভবনের বেশ কিছু কক্ষের ক্ষতি হয়েছে। ছবি: রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ের এক হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে।

আজ বুধবার বার্তাসংস্থা এপি হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের মাঝে ২৬ জনই রোগী। ফেংতাই জেলার সহকারী-প্রধান লি জংরং জানান, একজন নার্স, মেডিকেল সহকারী ও রোগীর এক আত্মীয়ও মারা গেছেন।

মঙ্গলবার বিকেলে বেসরকারি চ্যাংফেং হাসপাতালে আগুন ছড়িয়ে পড়লে বেশ কিছু মানুষ ভবন থেকে বের হয়ে আসতে বাধ্য হন। আরও কিছু আটকে পড়া মানুষ বেডশিট জোড়া দিয়ে দড়ি বানিয়ে জানালা দিয়ে নেমে আসেন।

আগুনের কারণ খুঁজে পেতে অনুসন্ধান চলছে। কর্মকর্তারা জানান, তাদের বিশ্বাস, হাসপাতালের ইন-পেশেন্ট উইংয়ে ঝালাইর কাজ চলার সময় অগ্নিস্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কর্তৃপক্ষ হাসপাতাল প্রধান, তার সহকারী এবং নির্মাণকর্মীদের প্রধান সহ মোট ১২ জনকে আটক করেছে।

এ দুর্ঘটনায় ৩৯ জন্য আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৩ জনের অবস্থা আশংকাজনক বলে কর্মকর্তারা জানান। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্ধারকর্মী ও মেডিকেল কর্মীরা সমন্বিত হয়ে কাজ করছেন।

 

Comments