চীনের চংকিং এলাকায় ভারী বৃষ্টিপাতে ১৫ জনের প্রাণহানি

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, 'সোমবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত বুধবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত অব্যাহত ছিল। এ সময়ে চংকিং পৌরসভায় ১৫ জন মারা গেছেন ও অপর ৪ জন নিখোঁজ আছেন।'
রবারের নৌকায় করে বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম চলছে। ছবি: এএফপি
রবারের নৌকায় করে বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম চলছে। ছবি: এএফপি

চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত চংকিং পৌরসভায় ভারী বৃষ্টিপাতে ১৫ জন মারা গেছেন ও ৪ জন নিখোঁজ আছেন।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, 'সোমবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত বুধবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত অব্যাহত ছিল। এ সময়ে চংকিং পৌরসভায় ১৫ জন মারা গেছেন ও অপর ৪ জন নিখোঁজ আছেন।'

কর্মকর্তারা মঙ্গলবার চীনের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমের বড় অংশজুড়ে বৃষ্টিপাতজনিত দুর্যোগের সতর্কবাণী দেয়।

প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেন, 'সব পর্যায়ের কর্তৃপক্ষকে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে।'

শি'র বরাত দিয়ে জিনহুয়া আরও জানান, 'সব পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের বন্যার বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিতে হবে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। ক্ষয়ক্ষতিকে ন্যুনতম পর্যায়ে রাখতে হবে।'

চীনের সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, মঙ্গলবার কর্মীরা আবিষ্কার করে, চংকিং এর বাইরের অংশে অবস্থিত একটি অকার্যকর রেলসেতু ধ্বসে পড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে এরকম হয়েছে বলে জানান তারা।

পার্শ্ববর্তী সিচুয়ান অঞ্চলে ৪ লাখ ৬০ হাজারেরও মানুষ ভারী বৃষ্টিপাতে প্রভাবিত হয়েছেন।

কর্মকর্তারা জানান, বৃষ্টির হাত থেকে বাঁচতে প্রায় ৮৫ হাজার মানুষ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন।

এ সপ্তাহে দেশের কিছু পার্বত্য এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিতে পারে বলে জানান তারা।

Comments