হাসপাতালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রয়টার্স ফাইল ফটো

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আজ সোমবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (আইআইএমএস) ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী নির্মলা সীতারামনকে আইআইএমএসের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুটিন চেকআপের জন্য দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা আছে সীতারামনের। তিনি ২১ থেকে ২৮ নভেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট পরামর্শ সভায় সভাপতিত্ব করেন।

গত সপ্তাহে তিনি বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেদিকে সরকার কড়া নজর রাখছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago