ধর্ষণের দায়ে গুরু আশারাম বাপুর আবারও যাবজ্জীবন

শিষ্যকে ধর্ষণের অভিযোগে ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু আশারাম বাপুকে আবারও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।
ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু আশারাম বাপু। ছবি: সংগৃহীত

শিষ্যকে ধর্ষণের অভিযোগে ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু আশারাম বাপুকে আবারও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।

বিবিসি জানায়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুজরাটের আশ্রমে ওই শিষ্যকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

এর আগে, ২০১৮ সালে ১৬ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আশারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি যোধপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

আশারামের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

তবে যথেষ্ট তথ্য-প্রমাণের অভাবে এই মামলা থেকে আশারামের স্ত্রী ও মেয়েসহ ৬ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রায়ে আশারামকে ২৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে এবং ভুক্তভোগীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

যোগব্যায়াম ও ধ্যানের প্রশিক্ষক হিসেবে আশারাম বাপু ব্যাপক জনপ্রিয়। বিশ্বজুড়ে তার লাখ লাখ অনুসারী এবং শত শত আশ্রম রয়েছে।

আজ রায় ঘোষণার আগে আশারামের শিষ্যরা সহিংস হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় গুজরাটে নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন।

Comments