আর্থিক কেলেঙ্কারিতে শীর্ষ ধনীর খেতাব হারালেন আদানি

দিন ভালো যাচ্ছে না গৌতম আদানির, এক সপ্তাহের মাঝে তিনি ৭৪ বিলিয়ন ডলার হারিয়েছেন। ছবি: রয়টার্স
গৌতম আদানি। ছবি: রয়টার্স

ভারতের গৌতম আদানি আজ বুধবার 'এশিয়ার সবচেয়ে ধনী' ব্যক্তির খেতাব হারিয়েছেন। আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দর পতন অব্যাহত রয়েছে এবং সার্বিকভাবে মূলধন কমেছে ৭৪ বিলিয়ন ডলার।

আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ এক প্রতিবেদনে অভিযোগ করে, আদানি গ্রুপ স্টক ও হিসাবের বিষয়ে জালিয়াতি করে সম্পদের পরিমাণ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে। গত এক দশক ধরে আদানি গ্রুপ এই জালিয়াতি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আদানি গ্রুপের ওপর অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা নজরদারি বাড়িয়েছে এবং বলেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা সব অভিযোগ তারা খতিয়ে দেখবে এবং আরও তদন্ত প্রয়োজন কী না, সেটাও তারা নির্ধারণ করবে। 

বুধবার শেয়ারের দরপতন অব্যাহত থাকায় গৌতম আদানি ফর্বসের ধনী ব্যক্তির তালিকায় দশম স্থানে নেমে যান। আপাতত তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮৪ দশমিক ১ বিলিয়ন ডলার। তার ঠিক ওপরে, নবম স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও আদানির প্রতিদ্বন্দ্বী মুকেশ আমবানি, যার সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের আগে আদানি এ তালিকার তৃতীয় স্থানে ছিলেন।

আদানি গ্রুপ সব অভিযোগ অস্বীকার করেছে এবং এগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

বুধবার আদানি এন্টারপ্রাইজেস ৫ শতাংশ মূল্য হারিয়েছে। হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর থেকে এই প্রতিষ্ঠানটি ৮ বিলিয়ন ডলারেরও বেশি খুইয়েছে। আদানি পাওয়ার ও আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম যথাক্রমে ৫ ও ১০ শতাংশ করে কমেছে।

ফ্রান্সের অন্যতম বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান টোটাল ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আদানি টোটাল গ্যাস এই প্রতিবেদনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ২৭ বিলিয়ন ডলার হারিয়েছে।

 

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

3h ago