পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে গোলাগুলির ঘটনায় নিহত ৪

সেনাবাহিনীর বিবৃতি মতে, ঘটনাটি ঘটেছে ভারতের স্থানীয় সময় ভোর ৪টা বেজে ৩৫ মিনিটে। বিবৃতিতে আরও জানানো হয়, দায়ী ব্যক্তিদের খোঁজে ‘সার্চ অপারেশন’ চলছে।
পাঞ্জাবের একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন ভারতীয় সেনা। ফাইল ছবি: রয়টার্স
পাঞ্জাবের একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন ভারতীয় সেনা। ফাইল ছবি: রয়টার্স

ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যের ১টি সামরিক ঘাঁটির ভেতর 'গোলাগুলির ঘটনায়' ৪ জন নিহত হয়েছেন।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতি মতে, ঘটনাটি ঘটেছে ভারতের স্থানীয় সময় ভোর ৪টা বেজে ৩৫ মিনিটে। বিবৃতিতে আরও জানানো হয়, দায়ী ব্যক্তিদের খোঁজে 'সার্চ অপারেশন' চলছে।

পুরো এলাকাটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

 

Comments