জুনে চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত

ভারতের মুম্বাইয়ের একটি ব্যস্ত বাজারের চিত্র। ছবি: রয়টার্স
ভারতের মুম্বাইয়ের একটি ব্যস্ত বাজারের চিত্র। ছবি: রয়টার্স

১৪২ কোটি ৮৬ লাখ জনগোষ্ঠী নিয়ে চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকার শীর্ষ স্থানটি দখল করতে যাচ্ছে ভারত।

আজ বুধবার দ্য ডেইলি স্টারের নয়া দিল্লি সংবাদদাতা জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সর্বশেষ সমীক্ষার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।

ইউএনএফপিএর 'দ্য স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩' সমীক্ষার '৮ বিলিয়ন জীবন, অসীম সম্ভাবনা: অধিকার ও বিকল্পের উপাখ্যান' প্রতিবেদনে পূর্বাভাষ দেওয়া হয়েছে, ভারতের জনসংখ্যা জুন মাসে ১৪২ কোটি ৮৬ লাখ হতে যাচ্ছে। সে সময় চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ হবে, যা ভারতের চেয়ে প্রায় ২৯ লাখ কম। 

প্রতিবেদনের জনসংখ্যা বিষয়ক সূচকের তালিকায় এই পূর্বাভাষ দেওয়া হয়েছে। 

১৯৫০ সাল থেকে জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক তথ্য সংগ্রহ ও প্রকাশ করা শুরুর পর এবারই প্রথম চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে ভারত। 

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জনসংখ্যার গতিপ্রকৃতি প্রতিনিয়তই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ এমন দেশে বসবাস করছে, যেখানে জন্মহার অনেক কম। আবার ভারতসহ ৮টি দেশ ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির ৫০ শতাংশের জন্য দায়ী হবে।

অন্য দেশগুলো হলো কঙ্গো, মিশর, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া, যার ফলে 'বিশ্বে শীর্ষ জনসংখ্যার দেশে তালিকায় অভাবনীয় পরিবর্তন আসবে'।

 

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago