টুইটারে নীল টিক হারালেন অমিতাভ, শাহরুখ ও শচীনসহ বহু ভারতীয়

অর্থ দিয়ে সাবস্ক্রিপশন না করায় টুইটারে নীল টিক হারিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের অনেক সেলিব্রিটি এবং রাজনীতিবিদ।
ছবি: সংগৃহীত

অর্থ দিয়ে সাবস্ক্রিপশন না করায় টুইটারে নীল টিক হারিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের অনেক সেলিব্রিটি এবং রাজনীতিবিদ।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিপরিষদ সদস্যদের পাশাপাশি বিজেপি এবং কংগ্রেসসহ রাজনৈতিক দলগুলোর টুইটার অ্যাকাউন্টে নীল টিক প্রদর্শিত হচ্ছে।

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, যার টুইটারে ৩৮ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে, তিনিও নীল টিক হারিয়েছেন।

ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর প্রতি মাসে ৬৫০ রুপি সাবস্ক্রিপশন ফি প্রদান করেনি এমন অ্যাকাউন্টের নীল টিক তুলে নেওয়া শুরু করেছে টুইটার।

গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। এরপর টুইটার অ্যাকাউন্টে নীল টিক ধরে রাখতে প্রতি মাসে ওয়েবের জন্য ৬৫০ রুপি এবং মোবাইল ডিভাইসের জন্য ৯০০ রুপি সাবস্ক্রিপশন ফি ধার্য করা হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটারে নীল টিক হারিয়েছেন। তার ২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। অপরদিকে, রাহুল গান্ধীর ফলোয়ার ২৩ দশমিক ৩ মিলিয়ন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, তামিলনাড়ুর এম কে স্টালিন এবং বিহারের নীতীশ কুমারও টুইটারে নীল টিক হারিয়েছেন।

এ ছাড়া, বলিউড সেলিব্রিটি অজয় দেবগন, আলিয়া ভাট, অক্ষয় কুমার, কাজল, মাধুরী দীক্ষিত, আনুশকা শর্মা এবং অনিল কাপুরের টুইটার অ্যাকাউন্ট থেকেও নীল টিক সরিয়ে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago