ওডিশায় ট্রেন দুর্ঘটনা: ৩ রেল কর্মকর্তা গ্রেপ্তার

ভারতের ওডিশায় ৩ ট্রেনের সংঘর্ষে শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম রেল দুর্ঘটনা ঘটে। ছবি: রয়টার্স
ভারতের ওডিশায় ৩ ট্রেনের সংঘর্ষে শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম রেল দুর্ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

গত ৬ জুন ভারতের ওডিশায় ৩ ট্রেনের সংঘর্ষে শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম রেল দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৯৩ জন নিহত ও ১ হাজারেরও বেশি মানুষ আহত হন। রেলওয়ের তদন্তের পাশাপাশি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সিবিআইকে ফৌজদারি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অ্যাজ ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিবিআই অপরাধমূলক চক্রান্তের সঙ্গে জড়িতের অভিযোগে ভারতের রেল বিভাগের ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল) অরুণ কুমার মহন্ত, সেকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

সুত্ররা জানিয়েছেন, তদন্ত অনুযায়ী এই ৩ জনের কিছু সিদ্ধান্ত ও উদ্যোগের কারণে দুর্ঘটনার সূত্রপাত ঘটে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে কারণ 'তারা জানতেন' যে তাদের এসব উদ্যোগের ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার ঘটানোর 'উদ্দেশ্য' নিয়ে তারা এ কাজগুলো করেননি বিধায় 'স্বেচ্ছায়' হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়নি।

সিবিআইর পাশাপাশি রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস) ও এ বিষয়টি নিয়ে তদন্ত করেছে। সিআরএস গত সপ্তাহে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে সিগনালিং বিভাগের কর্মীদের মানবিক ত্রুটিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করে নাশকতা, প্রযুক্তিগত বা কারিগরি ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল।

সিআরএসের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিরোধীদল কংগ্রেস মঙ্গলবার অভিযোগ করেছে, নরেন্দ্র মোদী সরকার রেল সুরক্ষার মৌলিক বিষয়গুলোকে 'পুরোপুরি উপেক্ষা' করেছে। এতে আরও বলা হয়, এই তথাকথিত 'মানবিক ভুল' ব্যবস্থাপনা ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা উন্মোচন করেছে।

 

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

2h ago