জয়পুরে ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্প

প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ছবি: স্টেটসম্যান
প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ছবি: স্টেটসম্যান

ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী সবচেয়ে বড় শহর জয়পুরে আজ ভোরে ১৬ মিনিটের মধ্যে ৩ বার ভূকম্পন অনুভূত হয়েছে।

আজ শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, শুক্রবার ভোর ৪ টা ৯ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এর কিছুক্ষণ পর ভোর ৪টা ২২ মিনিটে আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ১। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।

এরপর ঠিক ৩ মিনিটি পর ভোর ৪টা ২৫ মিনিটি তৃতীয় দফায় ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর গভীরতা ১০ কিলোমিটার ছিল।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ভূমিকম্পের প্রতিক্রিয়ায় এক টুইটবার্তায় বলেন,  'জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন!'

 

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed in Pakistan, 3 in India; US, UN sound alarm

6h ago