ভারতে লোকসভা নির্বাচনে অ্যাপের মাধ্যমে জানা যাবে প্রার্থীদের ‘ক্রিমিনাল রেকর্ড'

কেওয়াইসি অ্যাপ। ছবি: অ্যাপস্টোর থেকে স্ক্রিণশট
কেওয়াইসি অ্যাপ। ছবি: অ্যাপস্টোর থেকে স্ক্রিণশট

গতকাল শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশটির জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। সঙ্গে তিনি একটি নতুন মোবাইল অ্যাপ চালুর কথাও জানান।

আজ রোববার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

মোবাইল অ্যাপটির নাম নো ইওর ক্যান্ডিডেট (কেওয়াইসি) বা 'আপনার প্রার্থীকে জানুন।'

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা জানতে পারবেন, তারা যে নির্বাচনী এলাকায় আছেন, সে এলাকার প্রার্থীদের মধ্য কারও 'ক্রিমিনাল রেকর্ড' আছে কী না।

অর্থাৎ, প্রার্থীদের কেউ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে থাকলে সে তথ্য জানাবে এই অ্যাপ।

প্রধান নির্বাচন কমিশনার জানান, অ্যাপটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইফোনে ডাউনলোড করা যাচ্ছে। 

প্রধান নির্বাচন কমিশনার কেওয়াইসি অ্যাপ সম্পর্কে আরও জানান, 'লোকসভা নির্বাচনের প্রার্থীদের আগের কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার নজির আছে কী না এবং তাদের সম্পদ ও দেনা সম্পর্কে জানার অধিকার আছে ভোটারদের।'

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। ছবি: স্টেটসম্যান
ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। ছবি: স্টেটসম্যান

রাজীব কুমার বলেন, 'ভোটাররা এখন নিজেরাই প্রার্থীদের সম্পদ, দেনা ও অপরাধ সম্পর্কে তথ্য জানতে পারবেন। এই অ্যাপে এসব তথ্য যোগ করা হবে।'

তিনি জানান, কোনো দল যদি এ ধরনের প্রার্থীকে বেছে নেয় (যাদের 'ক্রিমিনাল রেকর্ড' আছে), তাহলে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। এ ছাড়াও, এ সংক্রান্ত সব তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে।

'ক্রিমিনাল রেকর্ড আছে এমন প্রার্থীদের সব তথ্য সংবাদপত্র ও টেলিভিশনে অন্তত তিনবার প্রকাশ করতে হবে', যোগ করেন তিনি।

রাজীব কুমার বলেন, 'যখন একটি দল আরও যোগ্য প্রার্থীর বদলে এ ধরনের প্রশ্নবিদ্ধ প্রার্থীদের নির্বাচনী টিকিট দেয়, তখন সে বিষয়টি তাদেরকে পরিষ্কার করতে হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানাতে হবে।'

তিনি জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কেওয়াইসি অ্যাপের লিংক ও কিউআর কোড দেওয়া হয়েছে।

১৯ এপ্রিল থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হবে। ১ জুন শেষ দফায় ভোটগ্রহণের পর নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

2h ago