বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্রকে উদ্যোগ নিতে বললেন মমতা

বাংলাদেশ নিয়ে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: এএফপি

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্র সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন।

এনডিটিভির প্রতিবেদনে আজ একথা জানানো হয়। এতে বলা হয়েছে, এসময় তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন।

বিধানসভায় মমতা বলেন, কোনো ধর্ম কোনো বর্ণ কোনো জাতি সে যে দেশে যে প্রান্তেরই হোক না কেন যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক সুস্থ থাক। তাদের শান্তি ফিরে আসুক। নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনদের ওপরে যাতে কোনো অত্যাচার না হয় এটা গর্ভনমেন্ট অব ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি পার্লামেন্ট এখনো চলছে, দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর কোনো অসুবিধা থাকে কোনো ব্যাপারে তবে পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন। এক্সর্টারনাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্টে বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান যে তারা কী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা ফিরিয়ে আনতে চাই। কোনো ভারতীয়র ওপর অত্যাচার হোক এটা আমরা চাই না।

তিনি বলেন, আমাদের প্রস্তাব, ভারত সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর আর্জি জানাক। তারা যাতে আমাদের লোকজনকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে পারে।

 

Comments

The Daily Star  | English

Election delay anti-democratic, it goes against July-August spirit: Fakhrul

He said those who want to delay the election are certainly not pro-democratic or supporters of the July-August revolution

1h ago