‘শেখ হাসিনা নিজ ব্যবস্থাপনায় বক্তব্য দেন, ভারতের কোনো ভূমিকা নেই’

রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো নিজস্ব ব্যবস্থাপনায় এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই।

আজ শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে তলব করে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নূরল ইসলামকে তলবের পর বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (বক্তব্যের) বিষয়ে বলা হয়েছে, তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটা করছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই।'

'এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক কিছু আসবে না,' বলেন তিনি।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে একাধিক লাইভ বক্তব্য দিয়েছেন শেখ হসিনা। তাকে 'উসকানিমূলক' বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এর একদিন পর নয়াদিল্লিতে নূরুল ইসলামকে তলব করা হলো।

মুখপাত্র জয়সওয়াল বলেন, 'নূরুল ইসলামকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে।'

'তবে, এটা দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোকে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়। বাংলাদেশের এই বিবৃতিগুলোই আসলে ক্রমাগত নেতিবাচক মনোভাব তৈরির জন্য দায়ী,' বলেন তিনি।

জয়সওয়ালের মতে, 'যদিও ভারত সরকার পারস্পরিক লাভজনক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে, পাশাপাশি আমরা এটাও আশা করি যে বাংলাদেশ পরিবেশকে ঘোলাটে না করে একইরকম আচরণ করবে।'

Comments

The Daily Star  | English

Trump Tariffs: World gets 90-day pause, except China

US President Donald Trump abruptly backed down yesterday in his global trade war with a 90-day tariff pause for most countries -- but slapped even more levies against China in what has become a brutal duel between the world’s two largest economies.

6h ago