চীনকে মোকাবিলায় জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

চীনকে মোকাবিলায় জাপান এক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে। ক্ষেপণাস্ত্রগুলো ১০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরের বস্তুকে আঘাত করতে পারবে।
জাপানের ক্ষেপণাস্ত্র
ছবি: এপি ফাইল ফটো

চীনকে মোকাবিলায় জাপান এক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে। ক্ষেপণাস্ত্রগুলো ১০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরের বস্তুকে আঘাত করতে পারবে।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল জাপানি সংবাদমাধ্যম ইয়োমিউরি দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধবিমান বা যুদ্ধজাহাজ থেকে ছোড়া যাবে।

ক্ষেপণাস্ত্রগুলো জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ নানসেই এ মোতায়েন করা হতে পারে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা উত্তর কোরিয়া ও চীনের উপকূলে আঘাত হানতে সক্ষম হবে।

এ বিষয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে জাপান সামরিক খাতে খরচ বাড়িয়েছে। তবে নানা কারণে দেশটি এতদিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে বিরত থেকেছে।

Comments