জাপানে কার্গো ডুবি, নিখোঁজ ১৭

উত্তাল সাগরে ১৭ জন নাবিক নিয়ে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডুবে যাওয়া কার্গো জাহাজের সন্ধানে মেনেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
ছবি: রয়টার্স

উত্তাল সাগরে ১৭ জন নাবিক নিয়ে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডুবে যাওয়া কার্গো জাহাজের সন্ধানে মেনেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

জাপান ও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, বুধবার জাপানের নাগাসাকি উপকূলে ৬ হাজার ৫৫১ টন ওজনের 'জিনটিয়ান' জাহাজটি ডুবে যাওয়ার পর ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে কাছের একটি জাহাজে তুলে নেওয়া হয়েছিল।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার একজন ক্রু জরুরি সাহায্যের আবেদন করার প্রায় ৪ ঘণ্টা পর জাহাজটি ডুবে যায়। 

ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুরা জানিয়েছে, জাহাজটি কাত হয়ে পড়ে এবং স্রোতে ভেসে যায়।

জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, হংকংয়ে নিবন্ধিত জাহাজটিতে চীনের ১৪ জন এবং মিয়ানমারের ৮ জন নাবিক রয়েছেন। 

Comments