যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার স্মরণকালের বৃহৎ মহড়া
উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু পরীক্ষা মোকাবিলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে স্মরণকালের বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, 'উলচি ফ্রিডম শিল্ড' নামের এই বার্ষিক গ্রীষ্মকালীন মহড়া আজ শুরু হয়ে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব প্রস্তুতি হিসেবে আলাদাভাবে ৪ দিনের উলচি সিভিল ডিফেন্স মহড়া শুরু করেছে। বৈশ্বিক করোনা মহামারির পর এই প্রথম এমন মহড়ার আয়োজন করল দেশটি।
প্রতিবেদনে আরও বলা হয়, পৃথক সামরিক ও বেসামরিক মহড়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়া সাইবার হামলার হুমকি মোকাবিলারও প্রস্তুতি নিচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মন্ত্রিসভার বৈঠকে বলেন, 'কোরীয় উপদ্বীপে শান্তি নির্ভর করে আমাদের কঠোর নিরাপত্তানীতির ওপর।'
মহড়ার প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রশিক্ষণ শুরু করায় গত সপ্তাহে উত্তর কোরিয়া ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
Comments