ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: মৃত্যু বেড়ে ২৫২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাঁড়িয়েছে।
ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভূমিকম্পের পর এখনো ৩১ জন নিখোঁজ আছেন এবং এখন পর্যন্ত অন্তত ৩৭৭ জন আহত হয়েছেন।

একইসঙ্গে ৭ হাজার ৬০ জন মানুষ এ ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ তথ্য অনুসারে, সোমবার পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়। পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। তবে এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

Comments