বছরের শেষদিনে ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

৩টি ক্ষেপণাস্ত্রই প্রায় ১০০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত উড়েছে। ছবি: কেসিএনএ

বছরের শেষদিনে কোরীয় উপদ্বীপের পূর্বে সমুদ্রের দিকে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

আজ শনিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পিয়ংইয়ং সপ্তমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, পিয়ংইয়ংয়ের দক্ষিণে উত্তর হাওয়াংহাই প্রদেশ থেকে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৩টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৩টি ক্ষেপণাস্ত্রই প্রায় ১০০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত উড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও একই তথ্য জানিয়েছে।

এ ঘটনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের কাজ বন্ধের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

তিনি বলেন, 'উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একটি গুরুতর উস্কানি, যা কোরীয় উপদ্বীপের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করছে।'

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago