ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৯

ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপকূলে নৌকা ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন ১৯ জন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় মধ্যরাতের পর নৌকাটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায়।

ছয় জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে বলেন, 'আমরা নিখোঁজ ১৯ জনের খোঁজ করছি।'

স্থানীয় প্রশাসনের মুখপাত্র ওয়াহিউদিন জানান, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা দ্বীপের সেন্ট্রাল বুটন রিজেন্সির লান্টো ও লাগিলি গ্রামের মধ্যবর্তী একটি উপসাগর অতিক্রম করছিল নৌকাটি।

তিনি বলেন,  জাহাজটি একটি কাঠের যাত্রীবাহী নৌকা ছিল এবং প্রাথমিকভাবে জানা গেছে এটি কোনো ফেরি নয়।

ইন্দোনেশিয়ার মিডিয়া জানিয়েছে, গ্রামবাসীরা একটি স্থানীয় উৎসব উদযাপনের জন্য ভ্রমণ করছিল এবং উপসাগর পেরিয়ে ফেরার পথে ডুবে যায়।

Comments

The Daily Star  | English

NY officials honour ‘hero cop’ Didarul in Manhattan shooting

Officials said he had migrated to the US from Bangladesh, had two children and his wife was expecting a third

27m ago