পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান আসিম মুনির

লেফটেনেন্ট জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান
আসিম মুনির। ছবি: সংগৃহীত

লেফটেনেন্ট জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেফটেনেন্ট জেনারেল আসিম মুনির বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন।

পাশাপাশি, জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সেনাপ্রধান ও সিজেসিএসসির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মন্ত্রিপরিষদের বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন।

'এই সিদ্ধান্ত আইন ও সংবিধান মেনে নেওয়া হয়েছে,' উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গণমাধ্যমকে বলেছেন, 'একে রাজনীতির চোখে দেখা উচিত হবে না।'

তিনি আশা করেন, প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের অনুমোদন দেবেন এবং বিষয়টিকে 'বিতর্কিত' করবেন না।

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

1h ago