দক্ষিণ এশিয়া

পোখারায় বিধ্বস্ত উড়োজাহাজে কোনো বাংলাদেশি যাত্রী ছিলেন না

ইয়েতি এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না। আজ পোখারার কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ৪ ক্রু সহ মোট ৭২জন আরোহী ছিলেন।
স্থানীয় টিভি চ্যানেলে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং উদ্ধারকর্মী ও অসংখ্য স্থানীয় জনগোষ্ঠী ধ্বংসস্তূপের চারপাশে জমায়েত হয়েছেন। ছবি: রয়টার্স
স্থানীয় টিভি চ্যানেলে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং উদ্ধারকর্মী ও অসংখ্য স্থানীয় জনগোষ্ঠী ধ্বংসস্তূপের চারপাশে জমায়েত হয়েছেন। ছবি: রয়টার্স

ইয়েতি এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না। আজ পোখারার কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ৪ ক্রু সহ মোট ৭২জন আরোহী ছিলেন।

পোখারা আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বিক্রম গৌতম আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে এ বিষয়টি নিশ্চিত করেন।

'এ পর্যন্ত আমরা ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছি। আমরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি', যোগ করেন তিনি।

উড়োজাহাজে মোট ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন।

গৌতম বলেন, 'আমরা অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডের যাত্রীদের মরদেহ উদ্ধার করেছি'।

উড়োজাহাজে কোনো বাংলাদেশি নাগরিক ছিল না বলে তিনি জানান।

 

Comments