পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

পারভেজ মোশাররফ
পারভেজ মোশাররফ। ছবি: রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ (৭৯) মারা গেছেন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, জেনারেল মোশাররফ দীর্ঘদিন ধরে বিরল রোগ অ্যামিলয়ডোসিসে ভুগছিলেন।

আজ দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদমাধ্যম ডন আরও জানায়, সাবেক সামরিক শাসক পারভেজ গত বছরের জুনে ৩ সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় তার টুইটার অ্যাকাউন্ট থেকে পরিবার জানায়, 'তিনি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই। একে একে তার শরীরের অঙ্গগুলো অকেজো হয়ে যাচ্ছে। তার দৈনন্দিন জীবনযাপনকে সহজ করার জন্য প্রার্থনা করুন।'

ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছিল।

পারভেজ মোশাররফ ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য পাকিস্তান ছেড়ে দুবাই যান। গত ৭ বছরে আর দেশে ফেরেননি।

১৯৪৩ সালের ১১ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্ম নেন পারভেজ মোশাররফ। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি পাকিস্তানের সামরিক অ্যাকাডেমি কাকুল থেকে কমিশন পান।

১৯৯৮ সালে জেনারেল পদ পেয়ে তিনি পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেন।

১৯৯৯ সালের ১২ অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন।

দেশজুড়ে তুমুল গণআন্দোলনের মুখে ২০০৮ সালের আগস্টে জেনারেল মোশাররফ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট জেনারেল মোশাররফ দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০০২ সালে গণভোটের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago