পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন অব্যাহত, ১ ডলার ২৭৬ রুপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে 'কঠিন সময়' বেঁধে দেওয়ার মধ্যেই দেশটির মুদ্রার ঐতিহাসিক দরপতন হয়েছে।
পাকিস্তানি রুপি
কাউন্টিং মেশিনে পাকিস্তানি রুপির গণনা চলছে। এএফপি ফাইল ফটো

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে 'কঠিন সময়' বেঁধে দেওয়ার মধ্যেই দেশটির মুদ্রার ঐতিহাসিক দরপতন হয়েছে।

আজ শুক্রবার দেশটির আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ২৭৬.৫৮ রুপি।

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে। 

এদিকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, ঋণ পেতে পাকিস্তান সরকারকে 'কঠিন সময়' বেঁধে দিয়েছে আইএমএফ।

পেশোয়ারে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'আইএমএফের প্রতিনিধি দল ইসলামাবাদে আছে (ঋণের বিষয়ে আলোচনা করছে)। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অকল্পনীয় শর্ত দিয়ে তারা অর্থমন্ত্রীকে কঠিন সময়ের মধ্যে রেখেছে।'

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে এবং খেলাপি হওয়া থেকে বাঁচতে পাকিস্তানকে আইএমএফের বেলআউট প্যাকেজ পেতে হবে। আইএমএফ সরকারকে যেসব শর্ত দিয়েছে, সেগুলোর ভিত্তিতে বাজারে প্রভাব পড়েছে।

আইএমএফের শর্ত পূরণ করতে ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা পাকিস্তান সরকার। এগুলোর মধ্যে আছে-ডলারের বিনিময় হারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া, জ্বালানির মূল্য ১৬ শতাংশ বাড়ানো এবং এলপিজির দাম ৩০ শতাংশ বাড়ানো।

আইএমএফের সঙ্গে স্থগিত বেইলআউট কর্মসূচির আওতায় ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে গত মঙ্গলবার থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ঋণ পেলে দেশটির অন্যান্য উৎস থেকে অর্থ পাওয়া সহজ হবে।

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান বলছে, আজ দিনের শেষ সময়ে রুপির দাম ১ দশমিক ৮৯ শতাংশ কমেছে। খোলা বাজারে প্রতি ডলারের দাম ২৮৩ রুপি হয়েছে।

দেশটির ব্যবসায়ীরা বলছেন, সরকার এবার আইএমএফের সঙ্গে চুক্তির নিশ্চয়তা পেতে যদি ব্যর্থ হয়, তাহলে রুপির দাম আরও কমে যাবে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩ দশমিক ০৯ বিলিয়ন ডলার। 

২০১৪ সালের ফেব্রুয়ারির পর থেকে রিজার্ভ বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে আছে এবং এখন মাত্র ১৮ দিনের আমদানি মূল্য আছে।

Comments