বেনজির-জারদারি কন্যা আসিফা ভুট্টো পাকিস্তানের ফার্স্ট লেডি

সাধারণত ফার্স্ট লেডি নির্বাচিত হন প্রেসিডেন্টের স্ত্রী। তবে প্রেসিডেন্ট জারদারি বিপত্নীক হওয়ায় তার মেয়েকে এই পদের জন্য বেছে নিয়েছেন। 
প্রেসিডেন্ট জারদারির সঙ্গে তার মেয়ে ফার্স্ট লেডি আসিফা জারদারি। ছবি: আসিফা জারদারির ইনস্টাগ্রাম
প্রেসিডেন্ট জারদারির সঙ্গে তার মেয়ে ফার্স্ট লেডি আসিফা জারদারি। ছবি: আসিফা জারদারির ইনস্টাগ্রাম

পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তার ছোট মেয়ে আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি হিসেবে বেছে নিয়েছেন।

আজ মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তথ্য সচিব ফয়সাল করিম কুন্দির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

জিও নিউজকে সোমবার কুন্দি বলেন, 'ফার্স্ট লেডি হিসেবে আসিফা ভুট্টোর নাম ঘোষণা করা হবে। এ বিষয়ে শিগগির একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।'

পিপিপির জনসভায় বক্তব্য রাখছেন আসিফা ভুট্টো। ছবি: ইনস্টাগ্রাম
পিপিপির জনসভায় বক্তব্য রাখছেন আসিফা ভুট্টো। ছবি: ইনস্টাগ্রাম

তিনি জানান, প্রেসিডেন্ট দলের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার আসিফ আলি জারদারি দেশের ১৪তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন। ৪১১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

শপথ গ্রহণের পর থেকেই গুজব রটে, নতুন প্রেসিডেন্ট তার মেয়ে আসিফাকে ফার্স্ট লেডি হিসেবে বেছে নিতে যাচ্ছেন।

মূলত জারদারির বড় মেয়ে বাখতাওয়ার ভুট্টো জারদারির এক এক্স পোস্ট এই গুজবের উৎস। তিনি এক্সের পোস্টে আসিফাকে ট্যাগ করে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় আসিফা তার বাবার সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

পোস্টে বাখতাওয়ার বলেন, 'প্রেসিডেন্ট জারদারির সঙ্গে আদালতের সব শুনানিতে, তাকে কারামুক্ত করার সংগ্রামে পাশে থাকার পর এখন (তুমি) পাকিস্তানের ফার্স্ট লেডী হিসেবে তার পাশে।'

সাধারণত ফার্স্ট লেডি নির্বাচিত হন প্রেসিডেন্টের স্ত্রী। তবে প্রেসিডেন্ট জারদারি বিপত্নীক হওয়ায় তার মেয়েকে এই পদের জন্য বেছে নিয়েছেন। 

জারদারির স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

মা বেনজির ভুট্টোর পোর্ট্রেটের সামনে আসিফা। ছবি: ইনস্টাগ্রাম
মা বেনজির ভুট্টোর পোর্ট্রেটের সামনে আসিফা। ছবি: ইনস্টাগ্রাম

এরপর আর বিয়ে করেননি জারদারি। ২০০৮-২০১৩ সালে প্রথম মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জারদারি। সে সময় ফার্স্ট লেডির পদ খালি ছিল।

সদ্যসমাপ্ত নির্বাচনে আসিফা ভুট্টো (৩১) দলের প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি বেশ কয়েকটি সমাবেশে নেতৃত্বও দিয়েছেন এবং প্রধানমন্ত্রী পদের জন্য তার ভাই বিলাওয়াল ভুট্টো জারদারির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালান।

২০২০ সালের ৩০ নভেম্বরে পিপিপির সক্রিয় রাজনীতিতে যোগ দেন আসিফা।

এর আগে ফিল্ড মার্শাল আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর তার মেয়ে নাসিম আওরঙ্গজেবকে ফার্স্ট লেডি হিসেবে বেছে নেন।

আসিফা ভুট্টো ও তার ভাই বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি: এএফপি
আসিফা ভুট্টো ও তার ভাই বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি: এএফপি

অন্যান্য দেশেও স্ত্রীর অবর্তমানে পরিবারের অন্যান্য সদস্যদের ফার্স্ট লেডি হিসেবে বেছে নেওয়ার নজির রয়েছে। কোনো কোনো রাষ্ট্রপ্রধান তাদের কন্যা, বোন, এমন কী ভাগ্নিকেও ফার্স্ট লেডি বানিয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন বিপত্নীক ছিলেন। তিনি তার ভাগ্নি এমিলি ডোনেলসনকে ফার্স্ট লেডি হিসেবে বেছে নেন।

অপর দুই প্রেসিডেন্ট চেস্টার আর্থার ও গ্রোভার ক্লিভল্যান্ড তাদের বোনদের ফার্স্ট লেডি হিসেবে বেছে নেন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago