পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব আমনা বালুচ

বর্তমানে তিনি ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমনা বালুচ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমনা বালুচকে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করবেন।

শনিবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ফরেন সার্ভিসের গ্রেড-২২ কর্মকর্তা আমনা বালুচ বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া, ১৯৯১ সালে দেশটির ফরেন সার্ভিসে যোগ দেওয়া আমনা বালুচ চীনের চেংদুতে কনস্যুল জেনারেল, শ্রীলংকার কলম্বোতে মিনিস্টার কাউন্সেলর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Comments